শিরোনাম
নিজস্ব প্রতিবেদকঃ | ১৩:০০, সেপ্টেম্বর ১৯, ২০২০ | 154
বাংলাদেশে জরুরিভিত্তিতে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত সরকার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকার এই অনুমোদন দিয়েছে। ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয় ও ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন দপ্তর জানিয়েছে, ভারত সরকার যে ২৫ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে জরুরিভিত্তিতে রপ্তানির অনুমতি দিয়েছে তা আসলে এরই মধ্যে রপ্তানির প্রক্রিয়াধীন বা কোন কোন ক্ষেত্রে তা পরিবহন (সরবরাহ) পর্যায়ে রয়েছে। নতুন করে অনুমোদন না দিলেও আগের এলসি করা পেঁয়াজ সরবরাহের এই অনুমতিকেই দুই দেশ তার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক হিসেবে দেখছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।
গেল ১৪ সেপ্টেম্বর অভ্যন্তরীণ চাহিদা-যোগানের ভারসাম্য রক্ষায় হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এর বড় নেতিবাচক প্রভাব পড়ে রাজধানী ঢাকাসহ বাংলাদেশে খুচরাবাজারে। হু হু করে দাম বাড়তে থাকে। এবং এর পরপরই বন্দর ছাড়পত্র জটিলতায় বাংলাদেশমুখী ভারতের বিভিন্ন সড়কে ও হিলিসহ বিভিন্ন স্থলবন্দরের কাছে আটকা পড়ে পেঁয়াজ ভর্তি কয়েকশ' ট্রাক। এই অনুমোদনের ফলে মূলত এই ছাড়পত্র জটিলতা দূর হবে বলে জানানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited