আজিজুল হক নাজমুল স্টাফ রিপোর্টারঃ | ১৬:২৫, নভেম্বর ২৩, ২০২০ | 98
আজিজুল হক নাজমুল স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের প্রত্যন্ত চরাঅঞ্চল পশ্চিম তালুক মেখলিতে দ্বিবার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ নভেম্বর বিকেল তিনটায় ধরলার তীরবর্তী মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির জমকালো আয়োজনে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।বিশেষ অতিথি ছিলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা, বীর মুক্তিযোদ্ধাখয়বর আলী,তালেব আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া, ১ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইলিয়াস হোসেন প্রমুখ।
খেলায় পশ্চিম তালুক মেখলী ফুটবল দল ১ - ০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দল কে একটি গাভী
এবং রানারআপ দলকে একটি বকরি ছাগল পুরস্কার প্রদান করা হয় ।
পুরষ্কার প্রদানের পরে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর মেলেটারি দ্বি-বার্ষিক ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন