মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধিঃ | ১৩:৫৭, ডিসেম্বর ১, ২০২০ | 40
জাগো হিন্দু পরিষদ কালীপুর শাখার উদ্যোগে এলাকার হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাম্প্রতিক উপজেলার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব গূনাগরী নাথপাড়া সার্বজনীন সরস্বতী মন্দির প্রাঙ্গণে জাগো হিন্দু পরিষদ কালীপুর শাখার সভাপতি মিটু দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও জাগো হিন্দু পরিষদ বাঁশখালী শাখার প্রধান উপদেষ্টা ডাঃ আশীষ কুমার শীল,প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ বাঁশখালী শাখার,সাধারণ সম্পাদক বাবু নারায়ন মল্লিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ বাঁশখালী শাখার উপদেষ্টা সুরঞ্জিত নাথ লিটন,সাবেক ইউপি সদস্য আমির হোসেন বাবুল,সাংবাদিক মোহাম্মদ এরশাদ, জাগো হিন্দু পরিষদ কাতার শাখার উপদেষ্টা বাবু ঝুন্টূ ধর,সার্বজনীন সরস্বতী মন্দির উন্নয়ন কমিটির আহ্বায়ক রুহিতোষ দেবনাথ,এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের পূর্ণ সরকার,সজীব মজুমদার,রিপন দাশ,রিপন সুশীল,সুমন দাশ সুমন দেবনাথ ও উজ্জল দাশ প্রমূখ।