মুহাম্মদ আরফাত হোসেন- চন্দনাইশ প্রতিনিধিঃ | ১৭:৪৪, ডিসেম্বর ১, ২০২০ | 87
চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। কোভিড-১৯ এর কারণে সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রাথমিকভাবে কিছুটা স্থবিরতা দেখা দিলেও গত অর্থ বছরের বাজেট পাশের পর থেকে সারাদেশে উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পুরোদমে এগিয়ে চলছে। বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক, ব্রিজ, কালভার্ট, সেতু নির্মাণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ-আনোয়ারা উপজেলার মধ্যবর্তী চাঁনখালী খালের উপর ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ব্রিজ। ফলে আনোয়ারা ও চন্দনাইশের জনগণের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গড়ে উঠবে মৈত্রীয় সর্ম্পক।
গত (৩০ নভেম্বর) সোমবার দুপুরে উপজেলার বরকল চাঁনখালী খালের উপর ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরকল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব
আবদুল জব্বার চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রোকন উদ্দীন খালেদ চৌধুরী, উপ-সহকারী নাজিম উদ্দীন, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান, আলমগীরুল ইসলাম চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, আ’লীগ নেতা এম. কায়সার উদ্দীন চৌধুরী, মাহাবুবুর রহমান চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মোজাম্মেল হক, নবাব আলী, ফরিদুল ইসলাম চৌধুরী, এম.সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিন হোসাইন চৌধুরী,
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, মনির উদ্দীন প্রমুখ। এর পূর্বে তিনি চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন, কৃষি অধিদপ্তরের উদ্যেগে উপজেলার ১০ জন কৃষকের মাঝে এনএনপি মেশিন, ১ হাজার ২’শ ৬০জন কৃষকের মাঝে কেজি করে হাইব্রিড ধানের বিজ, ২’শ ৫জন কৃষকের মাঝে ১কেজি হাইব্রিড ধান,৫কেজি মুখডাল,১কেজি চিনাবাদাম, ২কেজি ভূট্টা, ১০ কেজি ডিএসপি সার প্রণোদনার অংশ হিসেবে বিতরণ করা হয়।অপরদিকে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ক্রসব্রীড বকনা, দানাদার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ বিতরন করা হয়। সেসাথে চন্দনাইশ পৌরসভার কেরানীর বাড়ি সড়করের ভিত্তি প্রস্থর স্থাপন, উপজেলা সমন্বয় সভা, আইনশৃংখলা কমিটির সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।