গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি | ১৭:৫৫, ডিসেম্বর ১, ২০২০ | 54
সোনাগাজী মডেল থানার উন্নয়ন ও বিভিন্ন সংস্কার কাজের উদ্বোধন করেছেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম পিপিএম।উদ্বোধন শেষে পুলিশ সুপার সোনাগাজী মডেল থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক খোঁজ খবর নেন এবং মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে আইন শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এইসময় আরো উপস্থিত ছিলেন- ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, সহকারী পুলিশ সুুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সাইকুল আহমেদ ভূইয়া সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ সহ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।