মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) | ১৯:২৬, ডিসেম্বর ৫, ২০২০ | 67
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়ার বটতলী ষ্টেশন। এ ষ্টেশনের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে 'লোহাগাড়া বণিক সমিতি' নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
(৪ডিসেম্বর) শুক্রবার রাত ৮টায় বটতলী স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ষ্টেশনের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের উপস্থিতিতে জমকালো আয়োজনে লটারির মাধ্যমে ৫জন ব্যবসায়ীকে নির্বাচিত করা হয়।
লটারিতে ৫জনের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন এম রহমান মার্কেটের ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরী বাচ্চু,
সিনিয়র সহ-সভাপতি নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ পেয়ারু, সাধারণ সম্পাদক আপন শপিং সিটি কমপ্লেক্সের ব্যবসায়ী আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কর্ণফুলী সিটির ব্যবসায়ী খোরশেদ আলম ও অর্থ সম্পাদক স্টার সুপার মার্কেটের ব্যবসায়ী মো. সাত্তার সিকদার।
এসময় উপস্থিত ছিলেন,
স্টার সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমজাদ হোসাইন, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব আবুল বশর সাওদাগর, স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ নাথ, আলহাজ্ব আমানুল হক, ফেরদৌস সওদাগর, নুরুল কবির সওদাগর, মোস্তাক আহমদ, শফিক আহমদ, মোস্তফা কামাল, মৌলানা হাবীবুর রহমান, নবী হোসেন, সৈয়দ হোসেন,আবুল বাশার, বেলাল,আবু তাহের, আলমগীর, জসিম উদ্দিন, হারুনুর রশিদ,মন্নান,রিপন,বাহার,মহিম, তৌহিদ,নেছার আহমদ, সোহেল আরমান, মিনহাজ, এরশাদ,ফেরদৌস, মোঃ ফরমানসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দরা।
ওই সময় আগামী ১জানুয়ারী২০২১ মধ্যে সুন্দরভাবে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনীর্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করে পূর্ণাঙ্গ কমিটি করার ঘোষণা দেন বিজয়ীরা। পরে নবনির্বাচিত ৫জনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান লোহাগাড়ার সর্বস্থরের ব্যবসায়ীরা।