মোঃ ছালাহ্ উদ্দিনঃ | ১৯:৪৬, ডিসেম্বর ৫, ২০২০ | 55
মোঃ ছালাহ্ উদ্দিনঃ
ফেনীর সোনাগাজী পৌরসভার তৃণমূল নেতাদের ২০টি ভোটের মধ্যে বর্তমান মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন পেয়েছেন সর্বোচ্চ ১৬ ভোট। এছাড়া অপর প্রার্থীদের মধ্যে ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী পেয়েছেন ০১ ভোট, নুরনবী লিটন পেয়েছেন ০১ ভোট , নুর আলম মিস্টার পেয়েছেন ০ ভোট, এফ এম মঞ্জুরুল হক এপোল পেয়েছেন ০ ভোট, নাছির উদ্দিন আরিফ ভূঁঞা পেয়েছেন ০ ভোট, শরিয়ত উল্ল্যাহ রনি পেয়েছেন ০।
এর আগেই সোনাগাজী পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোন়য়ন পত্র সংগ্রহ করেছিলেন মোট ৭ জন প্রার্থী।
২০ জন ভোটারের মধ্যে দুইজন তৃণমূলের ভোটার ভোট দান থেকে বিরত ছিলেন।
ভোট কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ফেনী জেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।