নিলয় ধর, যশোর প্রতিনিধি | ২১:৫১, ডিসেম্বর ৮, ২০২০ | 100
নিলয় ধর, যশোর প্রতিনিধি
যশোরে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এই আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা।
আইইডি ব্যবস্থাপক বীথিকা সরকারের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিল, জনউদ্যোগের আহবায়ক প্রকৌশলী নাজির আহমদ, সিনিয়র সাংবাদিক ও জনউদ্যোগ সদস্য রুকুনউদ্দৌলাহ, উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, জনউদ্যোগ সদস্য অধ্যাপক সুরাইয়া শরীফ, ধনঞ্জয় বিশ্বাস, অ্যাডভোকেট আফরোজা খাতুন, অ্যাডভোকেট কামরুন নাহার কণা, প্রোগ্রাম অর্গানাইজার সোমা রায় প্রমুখ।
বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে র্যালি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি টাউনহল মাঠে গিয়ে শেষ করা হয়।কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি শীর্ষক প্রতিপাদ্যে এই বছর শুরু হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে প্রতিবছর (২৫ নভেম্বরে) নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের দিবস থেকে শুরু করে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ক্যাম্পেইনটি আন্তর্জাতিক পর্যায়ে উদযাপন করা হয়। ১৯৯১ সাল থেকে প্রায় ১৮৭টি দেশের ছয় হাজারেরও বেশি সংস্থা এই প্রচারে অংশ নিয়ে আসছে।।