মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) | ১৭:৪২, ডিসেম্বর ২৪, ২০২০ | 54
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
অভিভাবকদের সচেতনতা ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রেকটিক্যাল শিক্ষার বাস্তব অনুশীলন করার প্রত্যয়ে চট্টগ্রামের সাতকানিয়া করইয়ানগর কুতুবের পাড়া এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসা হেফজখানা ও এতিমখানায় নূরানী প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২৪ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে কুতুবের পাড়া এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীরা সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন করেন এবং বিভিন্ন বিষয়ে প্রদর্শনী উপস্থাপন করেন।
মাদরাসার মহাপরিচালক মাওলানা হাফেজ ক্বারী আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং মাদরাসা শিক্ষক মাওলানা রফিকুল ইসলাসের সঞ্চালনায়,
প্রধান অতিথি ছিলেন গারাঙ্গীয়া আলিয়া মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ইফতি আব্দুল্লাহ আমিন আজহারী।
এসময় বক্তব্য রাখেন, উক্ত মাদরাসার শিক্ষক মাওলানা শাহেদ ও মাওলানা নোমান ছোবহানী, অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ সাব্বির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী এইচ. এম সেলিম উদ্দিন এবং মো. জহির উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, সন্তানদের মানুষ করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা জরুরী। মা-বাবার শিক্ষা হলো ছেলে মেয়েদের জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষা। বাচ্চারা নিয়মিত মাদরাসায় আসছে কিনা, মাদরাসা কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের যোগাযোগ রাখা ভাল। ছেলে মেয়েরা বাড়ীতে পড়তে বসলে সেখানে অভিভাবকদের সময় দিতে হবে। তাদের পড়ার উৎসাহ যোগাতে হবে। এতে ছেলে মেয়েদের পড়ালেখার আগ্রহ বৃদ্ধি পেতে সহযোগীতা করে।
মাদরাসার সমাপনী পরিক্ষায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ী উপহার দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীকে মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।