বিশেষ প্রতিনিধি ঃ | ১১:২৫, ডিসেম্বর ৩০, ২০২০ | 107
বাংলাদেশ একটি গনতান্ত্রি দেশ এ দেশ আমাদের সবার তাই এ দেশে সরকারের সকল সেবা ও সুবিদা পাওয়ার আধিকার রয়েছে এ দেশের জনগনের তাই আমরা সকল কে সেবা দিতে আগ্রহী ও বিশ্বাসী গতকাল জাতীয় দৈনিক আলোকিত দেশ পত্রিকা এক সাক্ষাৎকারে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা প্রসেসিং অফিসের পরিচালক জনাব আবু সাঈদ আরো বলেন আমি গ্রাহক কে সেবা দানে আমি মনে প্রানে বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশের একটি অংশ ই-পাসপোর্ট /ডিজিটাল পাসপোর্ট
আপনারা জানেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ আর এ গণতান্ত্রিক দেশে সব কিছুর কিছু না কিছু নিয়ম আছে পাসপোর্ট অফিসে কিছু নিয়ম আছে অনেকে বলেন পাসপোর্ট অফিসের নির্ধারিত ফরম যদি সঠিক ভাবে পূরন করলে গ্রাহক তাহলে পাসপোর্ট নির্ধারিত সময়ে মধ্যে গ্রাহকের হাতে ডেলিভারি দেওয়া সম্বভ বলে আমি মনে করি একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় করি আবার পাসপোর্ট ডেলিভারি নির্ধারিত সময়ে না দেওয়ার কারন পাসপোর্ট আবেদন কারি তার পাসপোর্ট ফরমে তথ্যদি ভুল দেয় আবার অনেক সময় দেখা যাই পাসপোর্ট ফরমে যে অস্থায়ী ঠিকানার তথ্য দিয়ে থাকে সে ঠিকানাই আবেদন কারি কে পাওয়া যাই না এ জন্য পুলিশ রির্পোট দিতে দেরি করে এ জন্য অনেক সময় পাসপোর্ট গ্রাহক সঠিক সময়ে পাসপোর্ট নিতে পারে না চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস এখন শতভাগ দালাল মুক্ত আপনাদের সকলের সহযোগীতাই ডিজিটাল বাংলাদেশ আরও একধাপ এগিয়ে নিবো ইনশাল্লাহ