এরশাদ বাশখালী | ০১:৫৮, জানুয়ারী ৭, ২০২১ | 170
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রমিলা ফুটবলে সুযোগ পাওয়া আনোয়ারা নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির ছাত্রী শিফা দাশের পিতা রঞ্জিত দাশ পরলোকগমন করায় নগত অর্থ সহয়তা দিলেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।
বুধবার (৬ই জানুয়ারি) সন্ধ্যায়
উপজেলার ৫ নং বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড় এলাকার মৃত রঞ্জিত দাশের মেয়ে সদ্য বিকেএসপিতে সুযোগ পাওয়া শিফা দাশ ও তার বড় ছেলের হাতে এমপির পক্ষে নগদ অর্থ তুলে দেন একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ,একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এরশাদ, কোচ মোঃ আলী ও ছাত্রলীগ নেতা নাজিম উদ্দীন ছোটন।
নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ
বলেন,শিফা দাশের পিতা পরলোকগমন করার কথা শুনতে পেয়ে তার পরিবারকে আর্থিক সহয়তা দিলেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা ওয়াসিকা আয়শা খান এমপি।সবসময় পাশে থাকার জন্য একাডেমির পক্ষ থেকে এমপি মহোদয়কে ধন্যবাদ জানায়।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ এরশাদ বলেন,একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এই পযন্ত,একাডেমির সকল খেলোয়াড় ও
প্রশিক্ষকবৃন্দদেরকে বিভিন্ন ধাপে ও একাডেমির সকল খেলোয়াড় বৃন্দ দের পরিবারের সদস্যদের সুখে দুঃখে পাশে থেকে নিয়মিত সাহায্য সহযোগিতা করে গেছেন,যাচ্ছেন,তারই ধারাবাহিকতায় সদ্য বিকেএসপিতে সুযোগ পাওয়া শিফা দাশের পিতা রঞ্জিত দাশের মৃত্যুর খবর শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন বেগম ওয়াসিকা আয়শা খান (এমপি)।
তিনি আরো বলেন,আল্লার কাছে দোয়া করি,বিগত দিনের মতো
আগামীতেও যেনো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন এই ক্ষমতা আল্লাহ যেনো আপনার মাঝে দান করে ও আপনার দেওয়া প্রত্যেকটি সাহায্য যেনো
আল্লাহ কবুল করেন এবং বিগত দিনের মতো একাডেমীর সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে গেছেন সামনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন,আর্থিক সহয়তা দিয়ে শিফার পরিবারের পাশে থাকায় একাডেমির পক্ষে এমপি মহোদয়কে ধন্যবাদ জানায়।