শিরোনাম
নিজস্ব প্রতিবেদকঃ | ১৪:১৯, জুন ১৪, ২০২১ | 307
চট্টগ্রামের দক্ষিণ জেলা বিজয় টিভির প্রতিনিধি দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক
চন্দনাইশ,লোহাগাড়া প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নাসিরের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। সাতকানিয়া নলুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চলাচলের রাস্তার উপর দিয়ে জমাত শিবিরের ক্যাডার মুফিজুর রহমান বাবু ও তার ছোট ভাই মোহাম্মদ মুনছুর কে রাস্তার উপর টয়লেট নির্মাণ না করতে সাংবাদিক মোহাম্মদ নাসির বাধা
দিলে তাকে দুই ভাই মিলে সাংবাদিকে গালাগাল শুরু করে।তিনি সাতকানিয়া থানায় ফোন দিলে পুলিশ এসে নির্মাণ কাজ বন্ধ করিয়া দেই এবং বিষয়টি স্হানীয় ভাবে আপোষ মিমাংশা করিয়া নেওয়ার পরামর্শ প্রদান করে পুলিশ চলে যায়।পুলিশ চলে যাওযার পরে সাংবাদিক মোহাম্মদ নাসির তাহার বাড়ি থেকেই সি এন জি যোগে কাজে যাওয়ার সময় নলুয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় পৌছামাত্র উৎপেতে থাকা সন্ত্রাসী
মুফিজুর রহমান বাবু ও তার ভাই মুনছুর তাহাদের দোকান হইতে বাহির হইয়া সি এন জি গতিরোধ করে গাড়ি থেকেই নামায়ে এলোপাথাড় ভাবে মারদর শুরু করে এবং তাহার পেন্টের পকেট থেকেই মানিবেগ চিনিয়েনে। মানিবেগের ভিতরে থাকা নগদ ১৩৫০ টাকা বিভিন্ন প্রয়োজনীয় কাগজ তাহার বিজয় টিভির থেকেই দেওয়া পরিচয়পত্র ও একটি স্যামসাং জে ৮ মোবাইল সেট নিয়ে যায়। এই ব্যাপারে মোহাম্মদ নাসির বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায় করেন। এই ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে অভিযোগ তদন্ত করে অতিদ্রুত এর ব্যবস্তা গ্রহণ করব।
Developed By Muktodhara Technology Limited