শিরোনাম
ব্যুরো চিফ ইউরোপ | ১৯:০৭, অক্টোবর ৯, ২০২১ | 78
ইতালিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্ভোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনে এ টুর্নামেন্টের আয়োজন করেন।
বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনের সভাপতি মারুফ পারভেজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । বাংলাদেশ, বঙ্গবন্ধু ও তার পরিবারের কথা তুলে ধরেন আলোচকরা। সে সময় আলোচনায় অংশ নেন দুই মেয়র রিকারদু ও কাউডিও।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর আরফানুল হক , ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজি , সহ সভাপতি হাজী জসিম উদ্দিন , সাধারন সম্পাদক হাসান ইকবাল , যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের , গরিঝিয়া মনফালকোনে আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সরকার , সাধারন সম্পাদক জাবেদ উল্লাহ , বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনের প্রধান উপদেষ্টা ইসমাইল হোসাইন , সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ শরীফ মাহমুদ সহ বিভিন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন ইতালিয়ান ।
এ সময় অতিথীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরন করে নেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিঝিয়া মনফালকোনের নেতৃবৃন্দ । রাষ্ট্রদূত বেলুন উড়িয়ে খেলার উদ্ভোধন করেন । এরপর উদ্ভোধনী খেলায় অংশ নেয়া খেলোয়ারদের সাথে পরিচিত হন রাষ্ট্রদূত শামিম আহসান ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে উদ্ভোধনী খেলায় নিউ ইনভবেনশন ও এল সি সি ভৈরব মাঠে নামেন। ইতালি হতে মোট ১০ টি দল খেলায় খেলায় অংশ নেন ।
Developed By Muktodhara Technology Limited