শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১১:০২, অক্টোবর ১০, ২০২১ | 127
ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ।
এর কারণ হিসেবে জানা গেছে, পিঠের ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বিশ্রামে আছেন ‘মি. সাইলেন্ট কিলার’।
তবে এ খবরে ঘাবড়ানোর কিছু নেই মাহমুদউল্লাহভক্ত ও দেশের ক্রিকেটপ্রেমীদের। কারণ চোট তেমন একটা গুরুতর নয়। বিশ্বকাপের আগেই আগেই পুরোপুরি সেরে উঠবেন মাহমুদউল্লাহ।
এ বিষয়ে ওমানে বিশ্বকাপ দলের সঙ্গে থাকা এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘মাহমুদউল্লাহর পিঠে ব্যথা। ব্যাক সোয়েলিং (ফোলা) আছে। এ জন্য এখন বিশ্রামে আছে। যে কারণে গত শুক্রবার ওমান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি। এটি গুরুতর কিছু নয়। বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। বিশ্বকাপ শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি। এর আগেই ফিট হয়ে যাবে সে।’
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শুরুর দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ১২ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলবেন টাইগাররা। একদিন পর ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পর দিনই ফের ওমানে ফিরবে মাহমুদউল্লাহ বাহিনী।
এসব ম্যাচে হয়তো অধিনায়ক মাহমুদউল্লাহকে পাবে না বাংলাদেশ।
Developed By Muktodhara Technology Limited