শিরোনাম
তথ্যপ্রযুক্তি ডেস্ক | ১১:০৯, অক্টোবর ২১, ২০২১ | 106
নতুন ফিচার এনেছে ফেসবুক। এটির নাম দেওয়া হয়েছে ‘ফেসবুক প্রটেক্ট’। ২৮ অক্টোবরের মধ্যে এই ফিচার টার্ন অন বা চালু করতে হবে। তা না হলে ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে।
এই ফিচার ব্যবহার করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. প্রথমেই নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করুন।
২. সেটিংস অপশনে যান।
৩. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন।
৪. সিকিউরিটি অ্যান্ড লগইনে আপনি প্রথমেই দেখতে পাবেন ‘ফেসবুক প্রটেক্ট’ অপশন।
৫. ‘ফেসবুক প্রটেক্ট’-এ প্রবেশ করলেই পরবর্তী নির্দেশনা মোতাবেক অন করা যাবে। যাদের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু নেই, তাদের সেটাও চালু করতে হবে।
Developed By Muktodhara Technology Limited