শিরোনাম
মোঃ আসিফ খোন্দকার, চট্টগ্রাম প্রতিনিধিঃ | ০২:০২, অক্টোবর ২৩, ২০২১ | 270
দেশব্যাপি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, প্রতিমা ও বাড়িঘর ভাংচুর ও স্বজন হত্যার প্রতিবাদে পতেঙ্গা বন্ধু মিলন সংঘের উদ্যোগে পতেঙ্গার চড়িহালদা এলাকায় মৌন প্রতিবাদ ও মানববন্ধন করা হয় ।
উক্ত মৌন প্রতিবাদে"রুখে যাক সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক চেতনায় ফিরে আসুক মাতৃভূমি বাংলাদেশ।" এটাই তাঁদের মূল চাওয়া।
পতেঙ্গা বন্ধু মিলন সংঘের দাবি যেন দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনা হয় এবং সকল সনাতন ধর্মাবলম্বীরা যেন এ দেশে অসাম্প্রদায়িক ও সুন্দর ভাবে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারে।
মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। গত ১৫ অক্টোবর আন্দরকিল্লা এলাকায় জেএমসেন হল পূজামণ্ডপে হামলা চালায় একদল লোক। তাই জেএমসেন হলের মুখ থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন মহানগর পূজা উদযাপন পরিষদ নেতারা। এছাড়া নগরীর প্রতিটি থানা এলাকায়ও অভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
Developed By Muktodhara Technology Limited