image
image
image
image
image
image

আজ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং

৪ সপ্তাহ পর মান্নাতে আরিয়ান, কিন্তু

বিনোদন ডেস্ক    |    ১৮:০৫, অক্টোবর ৩০, ২০২১   |    163




৪ সপ্তাহ পর মান্নাতে আরিয়ান, কিন্তু

৪ সপ্তাহ হাজতে কাটিয়ে মা-বাবার কাছে বাড়ি ফিরছেন আরিয়ান খান। শাহরুখভক্তরা প্রিয় নায়কের আনন্দে শামিল হতে ‘মান্নাতের’ বাইরে ভিড় জমিয়েছেন।  বাজনা বাজিয়ে, পটকা ফাটিয়ে, নেচে–গেয়ে আরিয়ানকে স্বাগত জানান বলিউড বাদশার ভক্তরা।  এ সময় উল্লাসে ফেটে পড়েছিলেন তারা। অনেকের হাতে শাহরুখ আর  আরিয়ানের ছবি সম্বলিত ব্যানারও দেখা গেছে।


কিন্তু এতো আনন্দ উচ্ছ্বাসের বাইরেও রয়েছে উৎকণ্ঠা। কারণ শাহরুখপুত্রের বন্দিদশা কেটেছে ঠিকই। তবে ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। এখন বেশ কিছু দিন আরিয়ান মান্নাতের বাইরে পা রাখবেন না বলে  জানিয়েছেন শাহরুখের সহকারী পূজা দাদলানি। 

 

শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে জেল থেকে মান্নতের উদ্দেশে রওনা দিয়েছিলেন আরিয়ান। এক বিশাল কনভয় নিয়ে জেলে তাকে আনতে গিয়েছিলেন শাহরুখের দেহরক্ষী রবি। সকাল থেকেই মান্নতের বাইরে জড়ো হয়েছিল ভক্তরা। আটকের পর থেকেই গত ২৮ দিন ধরে দিনটির জন্য অপেক্ষা করছিলেন তারা।

 

তবে আইনি বন্দিদশা ঘুচলেও আপাতত চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটবে শাহরুখ তনয়ের। ভাইয়ের জেলমুক্তির কারণে নাকি খুব শীঘ্রই নিউইয়র্ক থেকে বাড়ি ফিরতে চলেছেন বোন সুহানা।

 

কয়েকটি শর্তে জামিন দেওয়া হয়েছে আরিয়ানকে। বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। দেশের বাইরে এই মুহূর্তে কোথাও যেতে পারবেন না শাহরুখপুত্র। দেশের মধ্যে কোথাও যেতে হলেও জানাতে হবে তদন্তকারী কর্মকর্তাকে। আপাতত লোকচক্ষু থেকে তাকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাবা-মা। ঘর ছেড়ে এই মুহূর্তে কোথাও বেরোবেন না আরিয়ান। খান পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, বাড়ির বাইরে এখন ফটোগ্রাফারার থাকবেন। তাই আরিয়ান এখন বেরোবে না। শাহরুখপুত্রের বন্ধুদেরও এই মুহূর্তে দেখা করতে না আসার অনুরোধ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে।

 

এদিকে, আরিয়ানের জামিনের খবরে খুশি কিং খানের বন্ধুরা। তাকে অভিনন্দন জানাতে ইতিমধ্যেই ফোন করছেন সালমান খান এবং অক্ষয় কুমার।  আরিয়ানের মুক্তির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্বস্তি প্রকাশ করেছেন শাহরুখের সহকর্মীরা।



রিলেটেড নিউজ

প্রকাশিত হলো মিউজিক ভিডিও 'রঙ চা

১১:৩০, মে ৬, ২০২৩

প্রকাশিত হলো মিউজিক ভিডিও 'রঙ চা


 গোলাপি পালকে মোড়া দীপিকা! 

১৭:৪৯, মার্চ ১৩, ২০২৩

 গোলাপি পালকে মোড়া দীপিকা! 


বাড়িছাড়া ৩ অভিনেতা

১২:০১, জুন ২৯, ২০২২

বাড়িছাড়া ৩ অভিনেতা


সেন্সর পেল ‘কথা দিলাম’

১৭:০৯, মার্চ ১৯, ২০২২

সেন্সর পেল ‘কথা দিলাম’