image
image
image
image
image
image

আজ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ইং

হিজামা কি?

ঈসা মোহাম্মদ    |    ১২:৫৮, নভেম্বর ৭, ২০২১   |    567




হিজামা কি?

হিজামা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনের একটি শাখা এবং সুন্নাহ চিকিৎসা পদ্বতি।

 

হিজামা হল এমন একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy বলা হয়।

কেন হিজামা করাবেন?

 

আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।

★হিজামার উপকারিতা:★

 

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।

* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার, যাহা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পরে, ইহা দেহে থেকে যাওয়া ঔষধের পরিমাণও দেহ থেকে বের করে দেয়।

* দেহের অভ্যন্তর (রিফ্লেক্স জোন) এর প্রতিক্রিয়ার অবস্থা সক্রিয় ও উদ্দীপ্ত করে, ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিস্কের মনোযোগ বৃদ্ধি পায়।

* দেহের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে-৫০০০ বছর আগে চীন ও জাপানীরা এই পদ্ধতি আবিষ্কার করেছে।

* চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট ঔষধ ও বিষ দেহ থেকে শুষে নিতে কাপিং থেরাপি উপকারী। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেয়া সহজ হয় ফলে গাউট রোগ ভাল হয়।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।

দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

 

হিজামা সংক্রান্ত হাদীসঃ

 

(১) হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(2) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭

 

হিজামা (শিঙ্গা) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ

 

১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা

২। রক্তদূষণ

৩। উচ্চরক্তচাপ

৪। ঘুমের ব্যাঘাত

৫। স্মৃতিভ্রষ্টতা

৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত

৭। ব্যাক পেইন

৮। হাঁটু ব্যাথা

৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা

১০। ঘাড়ে ব্যাথা

১১। কোমর ব্যাথা

১২। পায়ে ব্যাথা

১৩। মাংসপেশীর ব্যাথা

১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা

১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা

১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা

১৭। সাইনোসাইটিস

১৮। হাঁপানি

১৯। হৃদরোগ

২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন

২১। টনসিল

২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন

২৩। গ্যাস্ট্রিক পেইন

২৪। মুটিয়ে যাওয়া

২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ

২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন

২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।

২৮। ডায়াবেটিস

২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান

৩০। চুল পড়া

৩১। মানসিক সমস্যা ...সহ আরও অনেক রোগ।



রিলেটেড নিউজ

কমলো হজের খরচ বাড়ল নিবন্ধনের সময়

১৭:৪৪, মার্চ ২২, ২০২৩

কমলো হজের খরচ বাড়ল নিবন্ধনের সময়


পাকিস্তান আমল থেকে রাস্তার পাশে  রুবিগেট  ট্রাক স্টান্ড,

২৩:৪১, ফেব্রুয়ারী ১, ২০২৩

পাকিস্তান আমল থেকে রাস্তার পাশে রুবিগেট ট্রাক স্টান্ড,


মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গোষ্ঠ অষ্টমী উৎসব উপলক্ষে  শোভাযাত্রা পালিত

১১:৪৮, নভেম্বর ৩, ২০২২

মধুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গোষ্ঠ অষ্টমী উৎসব উপলক্ষে  শোভাযাত্রা পালিত


গাউসিয়া কমিটির সাথে মতবিনিময়ে-মোছলেম উদ্দিন আহমদ

১৯:৩৫, জানুয়ারী ৩, ২০২২

গাউসিয়া কমিটির সাথে মতবিনিময়ে-মোছলেম উদ্দিন আহমদ


গুইমারাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া 

১৩:১৯, নভেম্বর ২৪, ২০২১

গুইমারাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে দোয়া 


হিজামা কি?

১২:৫৮, নভেম্বর ৭, ২০২১

হিজামা কি?


পতেঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের মৌন প্রতিবাদ

০২:০২, অক্টোবর ২৩, ২০২১

পতেঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের মৌন প্রতিবাদ


নামাজের সময়সূচি : ২১ অক্টোবর ২০২১

১১:৩৭, অক্টোবর ২১, ২০২১

নামাজের সময়সূচি : ২১ অক্টোবর ২০২১