শিরোনাম
ঈসা মোহাম্মদ | ১৫:৫৭, নভেম্বর ১৬, ২০২১ | 140
চট্টগ্রাম নগরীর লালখান বাজারে অবস্থিত পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ঢাকার এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
মারা যাওয়া ওই যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বাসিন্দা এনামুল কবিরের ছেলে।
পুলিশ জানিয়েছে, আরিফ ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে চট্টগ্রামে আসেন। সোমবার রাতে তিনি রেডিসন ব্লু হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে হোটেলের ২০ তলা থেকে লাফ দেন। লাফ দিয়ে তিনি ৬ তলায় পড়েন।
পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার এসআই শিমুল চন্দ্র দাস বলেন, গতকাল রাত ৯টায় বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। পরে তিনি ২০ তলা থেকে লাফ দেন। এরপর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ওই যুবক কী কারণে হোটেলের ২০ তলা থেকে লাফ দিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য ওই যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited