শিরোনাম
ডেক্স রির্পোট | ২৩:০৭, নভেম্বর ২০, ২০২১ | 79
শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভাওয়ালগড়, মির্জাপুর, পিরুজালী ইউনিয়ন ডেইরি ফার্মারস্ ও গাজীপুর সদর ডেইরি ফার্মারস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাকে হালাল টাকায় মানুষ করেছেন কৃষক বাবা। খামারিরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে। আজ খামারিদের প্রশিক্ষণ দেওয়া হলো এটি একটি ইউনিক চিন্তা, একটি নতুন মাইলফলক। এর মাধ্যমে সমৃদ্ধ হবে আমাদের কৃষি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন, গাজীপুর সদর নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর প্রমুখ।
দিনভর এক হাজার পাঁচ জন মানুষকে নিরাপদ দুধ ও মাংস উৎপাদনে প্রশিক্ষণ দেন গাজীপুর সদরের ভেটেরিনারি সার্জন ডা. মিজানুর রহমান ও গাজীপুর প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. শিহাব মিয়া। প্রশিক্ষণ শেষে প্রত্যেক খামারিকে সনদ দেওয়া হয়।
গাজীপুর জেলা ডেইরি ফার্মারস্ এর সভাপতি আকরাম হোসেন বাদশা খামারিদের অধিকার আদায়ের ব্যাপারে এমপিকে পাশে থাকার অনুরোধ করেন। কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়ার জন্যেও আবেদন জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited