শিরোনাম
চসিক প্রতিবেদন: | ১৩:০৪, নভেম্বর ২৪, ২০২১ | 184
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃতে আজ মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয় অভিযানকালে নগরীর পাহড়তলী থানাধীন ডিটি রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল
উৎপাদন ও বাজারজাত করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানে মেসার্স চারু ওয়েল মিল এর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক পঞ্চাশ হাজার টাকা এবং বহদ্দারহাট কাঁচাবাজার ও ধনিয়ালাপাড়া এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার
দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিন বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় নালার জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সরেজমিনে পরিদর্শণপূর্বক উক্ত ভবন নির্মাণ কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।
Developed By Muktodhara Technology Limited