শিরোনাম
সিলেট প্রতিবেদক | ২৩:৪৬, নভেম্বর ২৫, ২০২১ | 238
বাংলাদেশে শীতের শহর হিসেবে পরিচিত ও চা শিল্প এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল।
চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলাজুড়ে এখন শীতের আমেজ বিরাজ করছে। যদিও দিনের বেলায় কিছুটা গরম অনুভুত হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে গোটা উপজেলায় অনুভুত হচ্ছে শীত। বিশেষ করে চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভুত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত ১৩ ডিগ্রিই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন।
শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রুপ। ভোরে সবুজ ঘাসে জমছে শিশির কণা। হালকা কুয়াশাও পড়ছে। কয়েকদিনের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার বিল, হাওর, চা-বাগান লেকগুলো অতিথি পাখিতে ভরে উঠবে। অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে বাইক্কা বিলসহ বিল-ঝিল, হাওর ও চা-বাগান লেকগুলো। পর্যটক, দর্শনার্থী আর ভ্রমনপিপাসুদের পদভারে মুখর হয়ে উঠবে এলাকাগুলো। হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত থাকবে শ্রীমঙ্গল।
Developed By Muktodhara Technology Limited