শিরোনাম
লালমনিরহাট জেলা প্রতিনিধি : | ১৫:১০, নভেম্বর ২৬, ২০২১ | 102
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের মধ্যে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে সরকার।
পাটগ্রাম উপজেলায় মুজিব বর্ষ তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৫২ টি পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলায় মুজিব বর্ষ তয় পর্যায়ে ১৫২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের তালিকা সম্পন্ন করা হয়েছে। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হবে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, দেশরত্ম জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তা সফল করতে সর্বাত্মক কাজ চলছে।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে। মুজিববর্ষে দেশের সব মানুষকে ঘরে বন্দোবস্তু করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হয়েছে।
Developed By Muktodhara Technology Limited