শিরোনাম
আলোকিত আর্ন্তজাতিক ডেক্স: | ২০:৪৪, নভেম্বর ২৬, ২০২১ | 101
তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দিন দিন চরমে পৌঁছাচ্ছে। তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী পরিচালনার বিষয়ে হুঁশিয়ারির দুদিনের মাথায় এবার তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আপোস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আসন্ন ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানকে আমন্ত্রণের একদিনের মাথায় এ হুঁশিয়ারি দিলো বেইজিং। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ-কিয়ান বলেন, চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন ও অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না তারা।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ-কিয়ান বলেন, মার্কিন প্রশাসন তাইপে ও দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে নানামুখী উস্কানি দিয়ে চলেছে।
গণতন্ত্র প্রতিষ্ঠায় তাইওয়ানকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো আপস নয়। তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মোহ থাকা উচিত নয়।
তাইওয়ান ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে নতুন করে দেখা দিয়েছে বাণিজ্যযুদ্ধ। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনের কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে বাইডেন প্রশাসন।
ওয়াশিংটনের দাবি, চীনের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান দেশটির সামরিক বাহিনীকে কোয়ান্টাম কম্পিউটিং প্রোগ্রামে সহায়তা করছে। এই অভিযোগে চীনের অন্তত আটটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, তাইওয়ান ও চীনের মধ্যকার দ্বন্দ্বকে 'বৈশ্বিক বিপর্যয়' হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাও করছেন।
সূত্রঃ সময় সংবাদ
এডি/লিড
Developed By Muktodhara Technology Limited