শিরোনাম
আলোকিত বিনোদন ডেক্স | ০৮:৪১, নভেম্বর ২৭, ২০২১ | 229
রসে ভেজা পিঠা
এম.আবু বকর সিদ্দিক
===============
এই বাবাজি, যাচ্ছ কোথা
শীতের এই বিহানে ?
মোড়ে যাব, আনতে হবে
খেজুরের রস কিনে।
গত কালে শহর থেকে
আসছে দুলাভাই,
মা বলেছেন, খেজুরের রস
কিনে আনা চাই।
খেজুর রসের পায়েস থেকে
ছড়ায় মধুর ঘ্রাণ,
রসে ভেজা পিঠা পায়েসমু
গ্ধ করে প্রাণ।
Developed By Muktodhara Technology Limited