শিরোনাম
মোঃ আসিফ খোন্দকার, চট্টগ্রাম প্রতিনিধিঃ | ১৪:৩১, নভেম্বর ২৭, ২০২১ | 175
মুজিববর্ষে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জসীম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় ও পস্তুতি সভার আয়োজন করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা,
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সবেক অধ্যাপক প্রকৌশলী মোঃ নুরুল কবির উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আবুল কালাম আজাদ জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ রফিকুর রহমান, যুগ্ন সম্পাদক আবু সালেহ বাপ্পী, অর্থ সম্পাদক অরুপ প্রসাদ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা
সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের এই আয়োজন,
উক্ত সভা থেকে আগামী ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে বিকাল ৫টায় পাহাড়তলী বদ্ধভূমীতে মোমবাতি প্রোজ্জ্বলন,পুষ্পস্তবক অর্পন ও ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে সকলকে উপস্থিত থাকার আহবান জানান আয়োজক বৃন্দ।
Developed By Muktodhara Technology Limited