শিরোনাম
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : | ১৩:৫৮, ডিসেম্বর ৬, ২০২১ | 137
পঞ্চগড়ে সেটেলমেন্ট অফিস থেকে শাহীন মিয়া নামের এক দালালকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে জেলা শহরের পঞ্চগড় সদর সেটেলমেন্ট অফিস থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।
আটক শাহীন মিয়ার বাড়ি বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের নবু ডাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক শাহীন বিভিন্ন মৌজার সেবাগ্রহীতাদের কাজ করে দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিলো। তার কথা বার্তায় সন্দেহ মনে হলে লোকজন তাকে তোপের মুখে ফেলে মারমুখী হয়। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শাহীনকে এক মাসের কারাদণ্ড প্রদান করে
Developed By Muktodhara Technology Limited