শিরোনাম
সুজন কুমার,নাটোর | ১৬:২৩, ডিসেম্বর ৬, ২০২১ | 139
নাটোরের তেবাড়িয়া রেলগেটে ট্রেনের ধাক্কায় ট্রাক ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনার ৬ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে সকাল ৯টার দিকে রেল লাইন সচল করে।
নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান,ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করছিল।এসময় একটি মিনি ট্রাক গেট ভেঙ্গে পারাপার হওয়ার চেস্টা করলে ট্রেন লাইনের ওপর ট্রাকটি বিকল হয়ে যায়। এসময় ট্রেনটি ওই ট্রাককে ধাক্কা দিয়ে টেনে প্রায় ৩শ গজ দূরে নিয়ে যায়। এর পর থেকে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ।
এতে করে নাটোর স্টেশন সহ বেভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দীর্ঘ চেস্টার পর সকাল ৯টার দিকে রেল লাইন সচল হয়।
Developed By Muktodhara Technology Limited