শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৩০, ডিসেম্বর ১৯, ২০২১ | 123
দাগনভূঞা প্রেসক্লাবের সমঝোতা চুক্তির আলোকে সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাধারণ সম্পাদক আলমগীর ননীর নেতৃত্বাধীন প্রেসক্লাবের কার্যকরী কমিটি ২০২২ গঠিত হয়। কার্যকরি কমিটির সদস্যবৃন্দরা হলেন সভাপতি এম. এ তাহের পন্ডিত (দৈনিক সংগ্রাম ও দৈনিক অধিকার), সহ-সভাপতি আহমেদ হিমেল (নোয়াখালী প্রতিদিন ও দৈনিক স্বাধীন বাংলা) সাধারণ সম্পাদক (অনুঃ) আলমগীর ননী (দৈনিক যায়যায়দিন), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক ফেনী), সহ- সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক (দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন (Times of Feni), দপ্তর সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মিঠু (দৈনিক প্রভাত আলো, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর (ঢাকা রিপোর্ট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুল ইসলাম (দৈনিক জবাবদিহি)। নির্বাহী সদস্য রয়েছেন নূরুল আলম খাঁন (দৈনিক মানবজমিন), সিরাজ উদ্দিন দুলাল (দৈনিক ভোরের কাগজ, (The Industry), ওসমান গণি (দৈনিক ইত্তেফাক), এমাম হোসেন এমাম (আজকের পত্রিকা), কিশান মোশাররফ (দৈনিক ফেনীর সময়, দৈনিক খবরপত্র), রহিম উল্যাহ বাবুল (সাপ্তাহিক ফেনী বার্তা), এম.এ আরাফাত ভ‚ঞা (সাপ্তাহিক স্বাস্থ্য কথা)। সাধারণ সদস্য রয়েছেন হাসনাত তুহিন (দৈনিক সূর্যোদয়), অর্জুন দাস (ভ্যানগার্ড), আবদুল্লাহ রুবেল (দূর্নীতির সন্ধানে), আলা উদ্দিন আল হাসান (সাপ্তাহিক বৈকালী), তবারক হোসেন সোহেল (দৈনিক ভোরের ডাক)
Developed By Muktodhara Technology Limited