শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৯:১১, ডিসেম্বর ২০, ২০২১ | 88
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম বিকেএসপি মাঠে বিকেএসপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের বিকেএসপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ
ফাইনালে প্রতিদ্বন্দিতা করে বিকেএসপি লাল কাবাডি দল খেলায় মৌলভী বাজার এ্যাথলেটিকস ও কাবাডি একাডেমী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম
চৌধুরী। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মাজহারুল হক পিএসসি,এলএসসি এমফিল’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক কর্ণেল মিজানুর রহমান পিএসসি, চট্টগ্রাম বিকেএসপি’র ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু তারেক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় ও গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। আমাদের এই জাতীয় খেলাটি প্রায়ই বিলুপ্তির পথে, হয়তোবা নতুন প্রজন্মর অনেকে এই খেলা সম্পর্কে কিছুই জানে না। তাই তাদের জন্য শুধু কাবাডি নয় সকল ধরণের খেলাধূলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। করোনার প্রাদুর্ভাবের ফলে দীর্ঘদিন খেলাধূলা হয়নি।
সুস্থ থাকার জন্য খেলাধূলা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে মানসিকতার পরিবর্তন হয়, খেলা হচ্ছে মেধাবিকাশের অন্যতম প্লাটফর্ম। মোবাইল, মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয়মূলক কাজ থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধূলার প্রতি উৎসাহিত করতে হবে।
তিনি বিকেএসপির মত অন্যান্য জাতীয় সংগঠকদের নতুন প্রজন্মদের খেলাধূলার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য ভূমিকা রাখার আহবান জানান।
সভাপতি বক্তব্যে বিকেএসপি’র মহাপরিচালক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে এই প্রতিযোগিতায় যে দলগুলো অংশগ্রহণ করেছে তাদেরকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে
খেলাধূলা চর্চার বিকল্প নেই। তিনি আগামীতে আরো বেশি দল এই প্রতিযোগিতাই অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মেয়র বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়নশীপ ট্রফি তুলে দেন।
Developed By Muktodhara Technology Limited