শিরোনাম
পঞ্চগড় প্রতিনিধি | ১১:৫৫, ডিসেম্বর ২১, ২০২১ | 88
পঞ্চগড় ঃ
গোয়েন্দা শাখা পঞ্চগড় সোমবার রাত দশ টা ৫ মিনিটে এর এসআই/ফিরোজ আলীর নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে পঞ্চগড় জেলার সদর থানাধীন পৌরসভা এলাকাস্থ সিভিল সার্জন কার্যালয়ের সামনে পঞ্চগড় টু তেঁতুলিয়া গামী মহাসড়কের উপর ১। মোঃ হামিদুল ইসলাম(২২) পিতা-আঃ মালেক সাং-ফুলবাড়ী থানা দেবীগঞ্জ জেলা- পঞ্চগড়, ২। উত্তম কুমার(২৩) পিতা-ব্রজ গোপাল সাং-বাগদহ প্রধান পাড়া থানা-দেবীগঞ্জ জেলা- পঞ্চগড় এবং ৩। মোঃ নুর আলম(২৪) পিতা- তাসেন আলী, সাং-ফুলবাড়ী থানা-দেবীগঞ্জ জেলা-পঞ্চগড়গন কে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটর সাইকেল ও একটি মোবাইলসহ গ্রেফতার করা হয় । উক্ত বিষয়ে পঞ্চগড় সদর থানায় মামলা নিয়মিত প্রক্রিয়াধীন।
Developed By Muktodhara Technology Limited