শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৯:০৭, ডিসেম্বর ২১, ২০২১ | 111
বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম ও থ্রি আর সচেতনতা বিষয় রেলী উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে বর্জ্য অপসারনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তা ও বায়ু দূষণের বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া হয়েছে।
আধুনিক বিশ্বে থ্রি আর বা রিসাইকেল, রি-ডিউস ও রি-ইউস এ তিন পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, নগরীতে সাধারণ বর্জ্যরে পাশাপাশি মেডিক্যাল বর্জ্যরে ব্যবস্থাপনার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কোভিড-১৯ মহামারীর কারণে সংক্রমনজনিত বর্জ্যরে পরিমান বৃদ্ধি নগরবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট, পোষ্টার, মাইকিং, সভা-সমাবেশ ও রেলী আয়োজন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। জাইকা কর্তৃক বর্জ্য পৃথকীকরণে জনসচেতনতা সৃষ্টির জন্য রেলী আয়োজন একটি ভাল উদ্যোগ। এর মাধ্যমে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং গৃহস্থালিতে কঠিন-তরল-রিসাইকেল যোগ্য বর্জ্য আলাদা করতে উদ্ভুদ্ধ হবেন।
ফলে বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরনে কোন সমস্যা হবে না। তিনি আরো বলেন, বর্জ্য অপসারন ও বর্জ্যকে শক্তিতে পরিণত করতে জাইকা যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যাধুনিক ব্যবস্থাপনার একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। এতে বর্তমান ও ভবিষ্যতে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার সম্ভবনা উম্মোচিত হবে।
আজ মঙ্গলবার সকালে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩নং রোডে জাইকার বর্জ্য পৃথকীকরণ ও থ্রি আর সচেতনতা বিষয়ক রেলীর উদ্বোধনকালে তিনি একথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, জাইকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের টিম লিডার মাসাহিরোসাইতো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মো. মোরশেদ আলম, সংরক্ষিত কাউন্সিলর
জেসমিন পারভীন জেসী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, নাসিরাবাদ হাউজিং সোসাইটির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, আলহাজ্ব মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।
মেয়র বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান ও নগরবাসীকে এই প্রক্রিয়ায় সামিল হয়ে দুষণমুক্ত ও পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, সিটি কর্পোরেশন মূলত সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান দেশী-বিদেশী সংস্থার সহায়তা নিয়ে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। চসিকের অনেক উন্নয়ন প্রকল্প জাইকা বাস্তবায়ন করেছে যার সুফল নগরবাসী ইতোমধ্যে পেয়েছে আশ করি সামনে আরো ভাল ফল পাবে।
জাইকার টিম লিডার মাসাহিরো সাইতো বলেন, উৎস থেকে বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে আমরা যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি এর সুফল নগরবাসী পাবে। তিনি বলেন, মেডিকেল বর্জ্য সংগ্রহে পরিবহন, পৃথকীকরণ ও ইন্সেনেরেটরের মাধ্যমে বর্জ্য ভীস্মভূত করণের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে দূষণমুক্ত পরিবেশ বান্ধবব্যবস্থাপনা গড়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন।
কাউন্সিলর মো. মোরশেদ আলম নাসিরাবাদ হাউজিং সোসাইটিসহ অন্যান্য সোসাইটিতেও দুই রংয়ের দুইটি বিন সরবরাহ করতে পারলে বর্জ্য সংগ্রহে পৃথকীকরণ করা সহজ হবে বলে মত প্রকাশ করেন।
Developed By Muktodhara Technology Limited