শিরোনাম
মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ | ১৫:৪৬, জানুয়ারী ৩, ২০২২ | 110
মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১জানুয়ারী) বিকেলে মধুপুর পৌরসভাধীন জটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মোবারক পশ্চিম জটাবাড়ি এলাকার মৃত জুলহাস ফকিরের ছেলে।
নিহতের চাচাতো ভাই আনিসুর রহমান জানান, মোবারক গরুর ব্যবসা করতেন। তার সাথে উপজেলার তোরাপবাজার এলাকার আরেক গরু ব্যবসায়ী হোসেন আলীর সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হোসেন ধারালো ছুরি দিয়ে মোবারকের পেটে আঘাত করে।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে হোসেনকে আটক করে গনপিটনি দেয়। পরে গুরতর আহত অবস্থায় মোবারককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন জানান, হত্যাকারী হোসেন আলীকে আটক করা হয়েছে। এঘটনায় নিহত মোবারকের ছেলে আফজাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited