আন্তর্জাতিক ডেস্ক | ১৬:১৪, জানুয়ারী ৩, ২০২২ | 76
নেদারল্যান্ডসের নতুন মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন রেকর্ড সংখ্যক নারী। বিভিন্ন দফতরের ২৯ মন্ত্রীর মধ্যে ১৪ জনই নারী সদস্য।
রোববার (২ জানুয়ারি) মন্ত্রীসভার নতুন তালিকা প্রকাশ করা হয়। বলা হয়, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করবেন নারী রাজনীতিবীদরা। আগামী ১০ জানুয়ারি দেশটির ৪ দলীয় জোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
দেশটিতে গেলো মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় সরকার গঠন নিয়ে বিরোধ তৈরি হয়। ফলে ঝুলে থাকে সরকার গঠনের প্রক্রিয়া। অবশেষে ২৭১ দিন পর ডিসেম্বরে সমঝোতায় আসে চার দলীয় জোট।
তুরস্কের আঙ্কারায় জন্ম নেয়া ডিলান ইয়েসিলগোজ জেজেরিয়াস নতুন এই মন্ত্রীসভায় আইন ও বিচারমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কাজসা ওলনগ্রেন হচ্ছেন নতুন প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া ওপকে হোয়েকস্ট্রা হচ্ছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।