শিরোনাম
শান্ত ইসলাম দিপু চট্টগ্রাম প্রতিনিধি | ১৭:৩৯, জানুয়ারী ১০, ২০২২ | 101
শান্ত ইসলাম দিপু চট্টগ্রাম প্রতিনিধি
শীতের তীব্রতা বেড়েই চলেছে সেই সাথে শীতের আমেজে মেতে উঠেছে নগরবাসী। কিন্তু, আমেজ নেই রাস্তার পাশের কোনরকমে টিকে থাকা ছোট্ট কুড়েঘরে, আমেজ নেই পার্বত্য চট্টগ্রামের খেটে খাওয়া মানুষের। শুষ্ক মুখে চেয়ে থাকে পথে জীবন যাপন করা এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মুখগুলো একটু উষ্ণতার দিকে। উষ্ণতার পরশে নিজের পাশে জ্বালিয়ে রাখে আগুন। আর শুনা যায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।
মানুষদের উষ্ণতার হাসি পৌঁছে দেয় হোপ ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় ৫ম বারের মতো গত ৬ জানুয়ারি ২০২২ তারিখে হোপ ফাউন্ডেশন পার্বত্য জেলা চট্টগ্রামে, কাপ্তাইস্থ চা বাগানে কর্মরত প্রায় দুইশত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইমরান সাঈদ রবিন, নাজমুল ইসলাম অনিক, এ এম আসিব, আশিক আমান ইতাজ, রাদিয়া আজিজ, নিটল খোরশেদুল আলম কাদেরী,আমিনুর রশিদ কাদেরী,ডাঃ মুদ্দাসির আহমে কাদেরী সহ প্রমুখ এছাড়াও হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমরান সাঈদ রবিন, সভাপতি আশিক আমান ইতাজ এবং সাধারণ সম্পাদক রাদিয়া আজিজ এক্সিকিউটিভ বোর্ড সদস্য নাজমুল ইসলাম ও প্রজেক্ট পরিচালক শান্তনু বড়ুয়া,সিনিয়র মেম্বার কবি নুর মোহাম্মদ মেহেদী সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানটির শ্লোগানে ছিল "হেরে যাক শীত, জিতুক মানবতা"
Developed By Muktodhara Technology Limited