শিরোনাম
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি। | ১৩:১৪, জানুয়ারী ১৪, ২০২২ | 62
।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সংসদের নির্বাচনী এলাকা ভিত্তিক গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা–নগদ অর্থ)প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।বুধবার(১২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নীলফামারী ১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,ডিমলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম,বিভিন্ন প্রকল্পের কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, ২০২১-২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় উপজেলার ১০ ইউনিয়নে মসজিদ,মন্দির, মাদরাসা, রাস্তা সংস্কার ইত্যাদি প্রকল্প মিলে ৬১টি প্রকল্পের জন্য ৩৭ লক্ষ ৮০ টাকার চেক প্রদান করা হয়।
Developed By Muktodhara Technology Limited