শিরোনাম
এবি সিদ্দিক খসরু , ময়মনসিংহ। | ১৩:২১, জানুয়ারী ১৪, ২০২২ | 99
ভ্রাম্যমান প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মেসার্স জালেশ্বর ব্রিকস ফিল্ড এর মালিক মোজাম্মেল হক বুলবুল মহামান্য হাইকোর্টের নির্দেশ তথা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে করে ইটভাটাস্থ এলাকার সাধারন জনগণ সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর পক্ষে জ্বালেশ্বর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ৫৫০০/২০২১ দায়ের করলে মহামান্য হাইকোর্ট উক্ত ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট নির্দেশ প্রদান করেন। জানাগেছে, ইটভাটাস্থ ঘন জনবসতিপূর্ণ গ্রাম্য এলাকায় উক্ত ইটভাটা কার্যক্রম চালু রাখায় পরিবেশ যেমন বিঘিœত হচ্ছে, তেমনি এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ শিশু, বৃদ্ধ নারী-পুরুষ শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে ভোগছে। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় থেকে জানাগেছে, মেসার্স জালেশ্বর ব্রিকস ফিল্ড ইটভাটার পরিবেশগত কোন ছাড়পত্র নেই। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩)(ক), ৮(৩)(ঙ)মোতাবেক ইটভাটাটির অবস্থান যথাযথ না হওয়ায় অবিলম্বে ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ সহ উক্ত ঘন জনবসতি এলাকা থেকে ইটভাটা স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া পরিবেশ দূষণের অভিযোগে উক্ত মেসার্স জালেশ্বর ব্রিকস ফিল্ড ইটভাটাকে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা সহ অন্যত্র স্থানান্তরের নির্দেশ প্রেরন করা হলেও ইটভাটার কর্তৃপক্ষ সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসি পরিবেশ রক্ষায় উক্ত ইটভাটাটি দ্রুত স্থানান্তর সহ ইটভাটার মালিকের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপ-পরিচালক মিহির লাল সরদার জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা কপি হাতে পেয়েছি। শীঘ্রই মেসার্স জালেশ্বর ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহম্মেদ বৃহস্পতিবার জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা আমাদের হস্তগত হয়েছে। অতি দ্রুত ইটভাটা বন্ধের যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
Developed By Muktodhara Technology Limited