শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৫:৪৭, জানুয়ারী ১৪, ২০২২ | 129
শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। ওই ৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টি কমার পূর্বাভাস থাকলেও বিক্ষিপ্ত ভাবে বেশ কিছু জেলায় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণ ২৪পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টি হতে পারে।
প্রসঙ্গত, উত্তর-পশ্চিম ভারত থেকে ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত উধাও হয়েছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবেই বুধবার থেকেই আকাশ মেঘলা হয়েছে রাজ্য জুড়ে। শনিবার আকাশ পরিষ্কার হলে ফের ঘুরে দাঁড়াতে পারে শীত। রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ।
Developed By Muktodhara Technology Limited