শিরোনাম
শান্ত ইসলাম দিপু চট্টগ্রাম প্রতিনিধি | ১৬:৩৫, জানুয়ারী ১৪, ২০২২ | 132
বোয়ালখালীতে শীতবস্ত্র বিতরণকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার অসহায় শীতার্থ মানুষের পাশে আছে। সরকারের পাশাপাশি আমরা নিজ নিজ অবস্থান থেকে শীতার্থদের পাশে দাঁড়ালে, সমাজে কেউ আর শীতে কষ্ট পাবে না। এই শীতে অনেক শিশু ও বয়স্ক নারী-পুরুষ কষ্টে জীবন যাপন করেন। প্রতিবেশী কেমন আছে জানা আমাদের কর্তব্য এবং তাদের
যতটুকু সম্ভব সহায্য-সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমাদের একটু সহানুভূতি অবহেলীত অনেকের মুখে হাঁসি ফুটাবে।
আজ ১৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ আয়োজিত ৪৫০ জন শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ শীত বস্ত্র (কম্বল) বিতরণকালে
তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন
চৌধুরী, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামশুল আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সহ-সভাপতি নুরুল আবছার, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, চরনদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি,এম বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবর, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী
সদস্য শফিউল আলম মেম্বার, চরনদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মেম্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি দিদারুল ইসলাম মুন্না, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা চৌধুরী, আসাদ তালুকদারসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
Developed By Muktodhara Technology Limited