শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | ২০:০৭, জানুয়ারী ২০, ২০২২ | 178
ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী,সিআইপি জাহাঙ্গীর ফরাজী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচি হয়েছেন।
সম্প্রতি একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান গোলাম মাওলা নকশেবন্দি তাকে সদস্য মনোনীত করেন।
এ বিষয়ে জাহাঙ্গীর ফরাজীর সাথে কথা হলে তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি শরীয়তপুর জাজিরার সন্তান হিসেবে নিজেকে ধন্য মনে করছি।
আমি আমার প্রানপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটিতে স্থান দিয়ে দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছে তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা সহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে জাহাঙ্গীর ফরাজীর কেন্দ্রীয় সদস্য হওয়ার খবর ইতালিতে ছড়িয়ে পড়লে শুভেচ্ছা জানান বন্ধু,রাজনৈতিক সহকর্মী ,ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ ।রাজধানী রোমসহ সারা ইতালীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জাহাঙ্গীর ফরাজী।
Developed By Muktodhara Technology Limited