শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৩৯, ফেব্রুয়ারী ৫, ২০২২ | 228
জানুয়ারির শুরু থেকেই সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও হু হু করে বাড়ছে করোনার (ওমিক্রন) সংক্রমণ।
কমছে না করোনা সংক্রমিত মৃত ব্যক্তির সংখ্যাও। দেশের এমন পরিস্থিতি মোকাবেলায় নানাবিধ নির্দেশনা জারি করেছে সরকার। এমন নানা বিধিনিষেধের মধ্যেও নিয়ন্ত্রন করা যাচ্ছে না চট্টগ্রামের করোনা সংক্রমণের হার। ক্রমেই হুমকির মধ্যে পড়ছে জেলার করোনা পরিস্থিতি।
এই ভয়াবহ পরিস্থির কারণে গত ২১ জানুয়ারি সরকারের পক্ষ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।অথচ চট্টগ্রামের পাচঁলাইশ,চকবাজার,কোতোয়লী,খুলশী ও বায়েজীদ এলাকায় এই নির্দেশ অমান্য করে চালিয়ে যাচ্ছেন বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার।
আবার বেশকিছু এলাকায় অনেকটা প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছেন এই শিক্ষা কার্যক্রম । নানা উপায়ে প্রশাসনের নজরদারি এড়িয়ে চলছে এসব কার্যক্রম। প্রশাসনের নীরবতার কারণে এই ভাবে প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছেন শিক্ষা কার্যক্রম এই বলে অভিযোগ করেন খোদ অভিভাবকরা। তবে দ্রুতই এসব কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিবে বলে জানায় প্রশাসন।
Developed By Muktodhara Technology Limited