পঞ্চগড়: প্রতিনিধি | ১২:২২, ফেব্রুয়ারী ৭, ২০২২ | 74
০৬/০২/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার পুলিশ লাইন্স, পঞ্চগড় মাঠে মাষ্টার প্যারেড, ড্রিল সেডের পরিবর্তে পুলিশ সুপার উত্তরের জেলা পঞ্চগড়ে ঠান্ডা বেশি অনুভব হওয়ায় পুলিশ লাইন্স মাঠে কল্যাণ সভা ও পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনকক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে সালামি গ্রহণ করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বিপিএম-সেবা মহোদয়, স্যার উক্ত মাষ্টার প্যারেডে পঞ্চগড় জেলার অফিসার ও ফোর্সকে উত্তম পোষাক পরিধান সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং উক্ত কল্যাণ সভায় অফিসার্স ফোর্সের বিভিন্ন কল্যাণ মূলক কথাবার্তা শোনেন এবং তা কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসার ফোর্সদের পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনকক্ষে অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা আইন-শৃঙ্খলা বিষয়ক সকল অফিসার ইনচার্জের সাথে আলোচনা করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইউসুফ আলী, বিপিএম-সেবা মহোদয় ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), জেলা বিশেষ শাখার ইনচার্জ (ডিআইও-১)সহ পঞ্চগড় জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফোর্স ও কর্মকর্তাবৃন্দ।