শিরোনাম
নিউজ ডেক্স | ১১:১৭, ফেব্রুয়ারী ১০, ২০২২ | 65
মেষ(২১ মার্চ - ২০ এপ্রিল)
আজ একটু সাবধানে থাকা দরকার, সম্মান নষ্ট হতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে। নিকট আত্মীয় শত্রুতা করতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি। রক্তচাপ নিয়ে চিন্তা। নতুন কোনও কাজে সাফল্য। ব্যবসায় ভাল-মন্দ থাকতে পারে। বন্ধুদের জন্য অর্থ অপচয় হতে পারে।
শুভ রংলাল
শুভ দিকদক্ষিণ
শুভ রত্নলাল প্রবাল
বৃষ(২১ এপ্রিল - ২১ মে)
কোনও কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি কোনও বিনিয়োগ ভাল হবে না। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। আর্থিক চাপ বৃদ্ধি। আইনি কোনও কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয়। ব্যবসায় উন্নতির পথে বাধা। বিবাহ সংক্রান্ত খরচ বাড়তে পারে। সন্তান নিয়ে চিন্তা। দুপুরের পরে চাকরির স্থানে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
শুভ রংলাল
শুভ দিকদক্ষিণ
শুভ রত্নলাল প্রবাল
মিথুন(২২ মে – ২১ জুন)
সাধুসঙ্গ লাভে আনন্দ। বন্ধুর কাছ থেকে কোনও ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। কোনও বড় কারণে অর্থক্ষতির যোগ। ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা। ব্যবসা নিয়ে নতুন কিছু ভাবনা। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।
শুভ রংসবুজ
শুভ দিকউত্তর-পূর্ব
শুভ রত্নপান্না
কর্কট(২২ জুন – ২২ জুলাই)
সংসারের কাজে অনীহা দেখা দিতে পারে। ব্যবসায় ভাল ফল পাবেন না। প্রতিবেশীর শত্রুতা বাড়তে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য লাভ। বিজ্ঞান বিষয়ে চিন্তা। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগার সম্ভাবনা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন। ফাটকা থেকে কোনও আয় হতে পারে। পেটের কষ্ট বৃদ্ধি। পড়াশোনার খরচ বৃদ্ধি।
শুভ রংসাদা
শুভ দিকউত্তর-পশ্চিম
শুভ রত্নমুনস্টোন
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
প্রিয়জনের কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও অশান্তিতে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। পিতার সঙ্গে তর্ক। কোনও ভাল কাজ করেও বদনাম হতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। অর্থক্ষতি হতে পারে। শরীর নিয়ে কোনও অসুবিধা হতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে।
শুভ রংকমলা
শুভ দিকপূর্ব
শুভ রত্নরুবি স্টার
কন্যা(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
পাওনা অর্থ আদায়ে অশান্তি বাড়তে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বৃদ্ধি। প্রেমে একাকিত্ব আসতে পারে। বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে। পেটের কষ্ট বৃদ্ধি। আজ একটু বুঝে বন্ধুদের সঙ্গে চলুন, বিবাদ হতে পারে। কোনও কাজের জন্য আজ সম্মানিত হতে পারেন। সাধুসেবায় আনন্দ লাভ। ভাই-বোনে কোনও সমস্যা বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ থেকে সাবধান।
শুভ রংসবুজ
শুভ দিকপশ্চিম
শুভ রত্নপান্না
তুলা(২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে। আজ চাকরির স্থানে শুভ কিছু ঘটার সম্ভাবনা। কোনও মহিলার সঙ্গে নতুন পরিচয় ঘনিষ্ঠ হতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়িতে কোনও আত্মীয়ের জন্য অশান্তি ঘটতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় দুর্ভাবনা বাড়তে পারে। ব্যয় বাড়তে পারে। পিতা-মাতার সঙ্গে তর্ক। আঘাত থেকে সাবধান। কোমরের যন্ত্রণা থেকে কাজের ক্ষতি।
শুভ রংসাদা
শুভ দিকপশ্চিম
শুভ রত্নহিরে
বৃশ্চিক(২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
টাকা-পয়সা চুরি থেকে সাবধান। সকালের দিকে ব্যয় বাড়তে পারে। প্রিয় ব্যক্তিকে কুকথা বলার জন্য অনুতাপ। ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিবাহ সংক্রান্ত কোনও যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি। অধিক বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা পেতে পারেন। স্ত্রীর জন্য সম্মান নষ্ট হতে পারে।
শুভ রংকালচে লাল
শুভ দিকদক্ষিণ
শুভ রত্নপ্রবাল
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সকালের দিকে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বৃদ্ধি। কজের জন্য ব্যস্ত থাকতে হবে সারাদিন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে বিবাদ। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
শুভ রংহলুদ
শুভ দিকপূর্ব
শুভ রত্নপোখরাজ
মকর(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সকালের দিকে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। অতিরিক্ত ভোগ-বিলাসের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় আর্থিক চাপ বৃদ্ধি। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা। বাড়িতে কোনও সুখের খবর আসতে পারে। সম্পত্তির ব্যপারে ভ্রাতৃবিবাদ। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়তে পারে। জলপথে কোনও বিপদ আসতে পারে। কর্মস্থানে চাপ বাড়তে পারে।
শুভ রংনীল
শুভ দিকদক্ষিণ
শুভ রত্নইন্দ্রনীলা
কুম্ভ(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সকালে সন্তান ও স্ত্রীর সঙ্গে বিবাদের কারনে মনঃকষ্ট। কোনও কাজের জন্য মানসিক ক্লেশ বাড়তে পারে। দূরে কোনও ভ্রমণের আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য ঋণ। পিতার সঙ্গে কোনও আলোচনা। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের শরীর নিয়ে চিন্তা। আর্থিক চাপ বৃদ্ধি। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন।
শুভ রংকালচে নীল
শুভ দিকদক্ষিণ
শুভ রত্ননীলা
মীন(১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
রাস্তাঘাটে একটু সাবধানে চলুন, বিপদ ঘটতে পারে। ব্যবসায় আয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও বাধা আসতে পারে। শত্রুর জন্য কোনও ক্ষতি হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে। খেলাধূলায় জয় লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি কোনও চাপ আসতে পারে। রক্তচাপ নিয়ে কষ্ট।
শুভ রংহলুদ
শুভ দিকউত্তর-পূর্ব
শুভ রত্নটোপাজ
জ্যোতিষশাস্ত্রী শ্রী সুমনরাজ আচার্য্য
মোবাইল;০১৭৭২৩৯৪৪৭২
Developed By Muktodhara Technology Limited