শিরোনাম
ওয়েব ডেস্ক | ১২:২৯, ফেব্রুয়ারী ২২, ২০২২ | 37
আগামী তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, মঙ্গলবার ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রাজারহাটে ১০ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৭ মিলিমিটার ও সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া তিনদিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।
Developed By Muktodhara Technology Limited