নিউজ ডেক্স | ১৬:৪৭, ফেব্রুয়ারী ২২, ২০২২ | 67
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ উদ্যোগে গতকাল ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে ওয়ার্ডস্থ দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ-মাহফিল, আলোচনা সভা এবং ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর অধ্যাপক মো.ইসমাইল। উপস্থিত ছিলেন-ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আসলাম হোসেন সওদাগর, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এরশাদুল আমীন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মাস্টার, সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ভূঁইয়া, সহ- সাধারণ সম্পাদক নোয়াব আলী মিয়া, জাকির আহমেদ সওদাগর, ২নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. আক্তারুজ্জামান, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান ও বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইসমাইল বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাধীকারের স্বপ্নকে শানিত করেছে। যে লড়াই সংগ্রামের মাধ্যমে ধারাবাহিকভাবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২’র ২১ ফেরুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আগামীর বাংলাদেশ তাদের স্বপ্নের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন।পরে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও
বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।