শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৫:৫৯, ফেব্রুয়ারী ২৩, ২০২২ | 113
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ২২৪ জনে ও মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬২ জনে।বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৩ দশমিক ৪৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ৬৬ জন নগরের ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, শেভরন হাসপাতাল ল্যাবে আটজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে দুজন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১২ জন ও এভারকেয়ার হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Developed By Muktodhara Technology Limited