শিরোনাম
অনলাইন ডেক্স | ১৪:২২, ফেব্রুয়ারী ২৭, ২০২২ | 84
মালদ্বীপের প্রিমিয়ার ফুটবল লিগে ভ্যালেন্সিয়া ক্লাবের হয়ে খেলতেন শ্রীলঙ্কান জাতীয় দলের ফুটবলার ডাকসন পাসলাস। গতকাল সন্ধ্যায় মালদ্বীপে তাঁর বাড়িতে তাঁর মৃতদেহ পাওয়া গেছে।ধারণা করা হচ্ছে, পাসলাস আত্মহত্যা করেছেন।তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি মালদ্বীপ পুলিশ।শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশন টুইটারে পাসলাসের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ডাকসান পাসলাস মারা গেছেন।’ তবে মালদ্বীপ ফুটবল ফেডারেশন, ভ্যালেন্সিয়া ক্লাব পাসলাসের মৃত্যুর ব্যাপারে কিছু বলেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাসলাসের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকাতুর শ্রীলঙ্কার ফুটবলপ্রেমীরা। ৩১ বছর বয়সী এই ফুটবলার কীভাবে মারা গেলেন, তাঁদের প্রশ্ন সেটি নিয়েই। তাঁকে অনেকেই শ্রীলঙ্কার ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার বলছেন। তাঁর মৃত্যুতে লঙ্কান ফুটবলের বড় ক্ষতিই হয়ে গেছে বলে মনে করেন তাঁরা।পাসলাস গত অক্টোবরে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন। খেলেছেন নভেম্বরে কলম্বোর চারজাতি ফুটবলেও। মালদ্বীপে তিনি অনেক দিন ধরেই খেলছেন। ভ্যালেন্সিয়ায় খেলার আগে খেলেছেন টিসি স্পোর্টস ক্লাবেও।
Developed By Muktodhara Technology Limited