প্রেস বিজ্ঞপ্তি : | ২০:১০, মার্চ ৬, ২০২২ | 203
সাংবাদিকদের প্রানের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । আজ রবিবার বিকাল চারটায় ইতিহাস৭১ টিভি অফিসে চট্টগ্রাম জেলা কমিটির সমন্বয়ক সাংবাদিক এম কে রুবেল এর সভাপতিত্বে ও সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় আহবায়ক কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন দৈনিক স্বাধীন মত এর ব্যুরো চিফ সাংবাদিক মীর সালাউদ্দিন , সাংবাদিক নুর হোসেন , ইতিহাস৭১ টিভি ও নাগরিক দর্পনের সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা,দৈনিক আলোকিত প্রতিদিনের মোহাম্মদ অলিউল্লাহ ।
এতে দৈনিক স্বাধীন মতের ব্যুরো চিফ মীর সালাউদ্দিন কে আহবায়ক , ইতহাস৭১ টিভি ও নাগরিক দর্পনের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতাকে সদস্য সচিব, সাংবাদিক নুর হোসেন ও সাংবাদিক রতন বড়ুয়াকে যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ।
কমিটির সদস্যরা হলেন দৈনিক আলোকিত দেশ এর স্টাফ রিপোর্টার সরোয়ার শাহিন , দৈনিক সরেজমিন এর আলাউদ্দিন , দৈনিক আলোকিত দেশ এর মোহাম্মদ জালাল , ফটো সাংবাদিক মোহাম্মদ মাসুম ,দৈনিক সোনালী খবরের শান্ত,একুশে সংবাদের ইমাম ,আলোকিত দেশের মোহাম্মদ দিদার, দৈনিক নতুন দিন এর শাহ জালাল রানা ও মোহাম্মদ নিজাম, দৈনিক আমার সংবাদ এর লোকমান আনছারী , নতুন দিন এর আনোয়ার হোসেন, দৈনিক ভোরের কাগজের খায়রুল ইসলাম,দৈনিক স্বদেশ প্রতিদিনের কে এম মহিউদ্দিন, দৈনিক মুক্ত খবরের এডভোকেট নাছির , ইতিহাস৭১ এর সঞ্জয় বড়ুয়া মুন্না , এম ডি সুমন ।