শিরোনাম
অনলাইন ডেক্স | ১০:২৪, মার্চ ১০, ২০২২ | 104
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি গণযুদ্ধ।
পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ যেদেশ ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল। এই যুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করাও একটি বিরল ইতিহাস।
এই যুদ্ধের মহানায়ক ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ত্রিশ লাখ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সে কারণে অনেক বেশি তাৎপর্যপ‚র্ণ।
এ কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা অর্জন করে নতুন প্রজন্মকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তিনি আজ বুধবার সকালে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বিদ্যালয় ও কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অপর্ণাচরণ কর্পোরেশন বিদ্যালয় ও কলেজের পরিচালনা পরিষদের সদস্য ওমর আলী ফয়সাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জারেকা বেগম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী দিলদার হোসেন, কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন।
মেয়র আরো বলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। এ শিক্ষা প্রতিষ্ঠানের স‚চনালগ্নে ব্রিটিশবিরোধী আন্দোলনের আত্মোৎসর্গকারী বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার এখানে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
শুধু তাই নয় অনেক স্বনামধন্য শিক্ষক-শিক্ষিকা প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছেন বিধায় এ প্রতিষ্ঠানটি একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এ প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে বহু
শিক্ষার্থী বাংলাদেশের অনেক গুরুত্বপ‚র্ণ স্থানে আসীন হয়েছেন।
তিনি বলেন, আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি। তিনি ছাত্রীদের পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, সমাজে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যে যত বেশি অধ্যয়ন করবে সে তত বেশি ভবিষ্যৎ যোগ্য নেতৃত্বের জন্য প্রস্তুত হতে পারবে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা হলে হবে না তোমাদেরকে দেশের শীর্ষস্থানীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে হবে।
মেয়র অপর্ণাচরণ স্কুল ও কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন এরপর কৃতি
শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এডি/সিটিজি
Developed By Muktodhara Technology Limited