আন্তর্জাতিক ডেস্ক | ২০:০৩, মার্চ ১৬, ২০২২ | 67
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা শেষে হাসপাতাল ছেড়েছেন। এ সময়ে তার হার্টের পেসমেকার ব্যাটারি পরিবর্তন করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সৌদি রয়েল কোর্টের বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ৮৬ বছর বয়সী বাদশাহের একটি ভিডিও সম্প্রচার করেছে। এতে লাঠি হাতে তাকে বেরিয়ে আসতে দেখা গেছে।
এ সময়ে তার সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানও ছিলেন। পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজই এখন উপসাগরীয় দেশটির কার্যত শাসক।
রয়েল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমানকে কয়েক দিন বিশ্রাম নিতে বলা হয়েছে। ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশের শাসক হয়েছেন বাদশাহ সালমান। এর আগে তিনি সৌদির ক্রাউন প্রিন্স ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।